মানুষের অভ্যাস

বড়োদের দেখেই অভ্যাসগুলো শেখে ছোটরা!

বড়োদের দেখেই অভ্যাসগুলো শেখে ছোটরা!

আমার একটি কথা সকলে বলি যে “চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম”। তেমনি বাড়িতে আমরা নিজেরা কী করছি সেটা দেখে সন্তানরা আস্তে আস্তে বড় হয় এবং শিক্ষা লাভ করে। তাই সন্তানের ভালো গুণ এবং খারাপ অভ্যাস দুটোর জন্যই কিন্তু তার অভিভাবকরাই দায়ী প্রাথমিকভাবে। বাবা-মায়ের গুণ সন্তান জন্মের আগে থেকেই লাভ করে। এরপর মানুষ হিসেবে তৈরী হওয়ার প্রক্রিয়াটিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে সন্তানের বাবা-মা।